বাংলাদেশের খবর

আপডেট : ১৫ জুলাই ২০১৯

দৌলতদিয়ায় জেলের জালে পৌনে তিন কেজি ইলিশ

দৌলতদিয়ায় পৌনে তিন কেজি ওজনের ইলিশ ছবি : বাংলাদেশের খবর


পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পৌনে তিন কেজি ওজনের একটি ইলিশ জেলের জালে ধরা পড়েছে।

আজ সোমবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের কাছে ছাত্তার মেম্বারের পাড়া এলাকায় মাছটি ধরা পড়ে। ইলিশটি ১৪ হাজার ৬৪০ টাকা দিয়ে কিনে নেন স্থানীয় মাছ ব্যাবসায়ী।

মাছ ব্যবসায়ী শাহজাহান জানান, সোমবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের কাছে ছাত্তার মেম্বারের পাড়া এলাকায় নদীতে জাল ফেলে স্থানীয় জেলে নুরুল ইসলাম। এ সময় তার জালে বিশাল আকৃতির ওই ইলিশ মাছটি ধরা পড়ে। মাছটি ওজন দিয়ে দেখা যায় তার ওজন ২ কেজি ৭’শ গ্রাম।

তিনি আরো জানান, মাছটি ৫ হাজার ২’শ টাকা কেজি দরে মোট ১৪ হাজার ৬৪০ টাকায় কিনে বিক্রির জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১