বাংলাদেশের খবর

আপডেট : ১৬ জুলাই ২০১৯

কুমিল্লায় হত্যা মামলার আসামির স্বীকারোক্তি

পুলিশের কাছে আটকৃত আসামি হাসান সংগৃহীত ছবি


কুমিল্লার আদালতে বিচারকের খাস কামরায় ঢুকে ফারুক নামের এক আসামিকে ছুরি দিয়ে উপর্যপুরি কুপিয়ে হত্যা মামলার আসামি হাসান ১৬৪ধারায় স্বীকারোক্তি দিয়েছে।

আজ মঙ্গলবার কুমিল্লা সদর আদালতের বিচারক মো. জালাল উদ্দীনের নিকট এই স্বীকারোক্তি দেয়। হত্যার স্বীকারোক্তি দেয়ায় বিচারক তাকে রিমান্ড না দিয়ে কারাগারের প্রেরণ করেন। কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মাইনউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। আসামি হাসান কুমিল্লার লাকসাম উপজেলার ভোজপাড়া গ্রামের শহিদ উল্লাহর ছেলে।

উল্লেখ্য, ২০১৩সালে কুমিল্লার মনোহরগঞ্জের কান্দি গ্রামে হাজী আবদুল করিম হত্যা মামলায় জামিনে থাকা আসামিদের সোমবার হাজিরার দিন ধার্য ছিলো। মামলার আসামিরা আদালতে প্রবেশের সময় ৪নং আসামি ফারুককে ছুরি নিয়ে তাড়া করে ৬নং আসামি হাসান। এ সময় জীবন বাঁচাতে ফারুক বিচারকের খাস কামরায় প্রবেশ করেন। সেখানে প্রবেশ করে হাসান টেবিলের উপর ফেলে ফারুককে উপর্যপুরি ছুরিকাঘাত করে। আহত ফারুক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

বাঙ্গরা থানার এএসআই ফিরোজ বাদী হয়ে ফারুকের হত্যাকারী হাসানকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পরবর্তীতে তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ডিবির পরিদর্শক প্রদীপ মন্ডলকে মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১