বাংলাদেশের খবর

আপডেট : ১৭ জুলাই ২০১৯

কুমিল্লার আদালতে খুন একটি বিচ্ছিন্ন ঘটনা : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ফাইল ছবি


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ কুমিল্লায় আদালতের মধ্যে ছুরিকাঘাতে নিহতের ঘটনা নিয়ে বলেছেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।

গতকাল মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘কারান্তরীণ ও গণতন্ত্র পুনরুদ্ধার দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

মাহবুব-উল আলম হানিফ বলেন, তারা দুজনই মামাতো-ফুফাতো ভাই। একজন মামলার আসামি ছিল। আবেগের বশবর্তী হয়ে একটি দুর্ঘটনা ঘটে গেছে। কিন্তু বিএনপি নেতারা কীভাবে এটাকে ব্যর্থ সরকারের কথা বলেন? এ কথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখার অনুরোধ জানান তিনি।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, আপনারা যখন ক্ষমতায় ছিলেন, আদালতের মধ্যে বোমা হামলা চালিয়ে বিচারপতিকে হত্যা করেছিলেন। এরপর গাজীপুরে বোমা হামলা চালিয়ে ১২ জন আইনজীবীকে হত্যা করেছিলেন। তখন আপনাদের সরকার কোথায় ছিল? ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার হোসেন চৌধুরীর ওপর বোমা হামলা হয়েছিল। একজন বিদেশি নাগরিককে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিলেন, আবার ‘সরকারের পদত্যাগ করা উচিত’ বড় গলায় বলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১