বাংলাদেশের খবর

আপডেট : ১৮ জুলাই ২০১৯

কুমিল্লায় নারী-শিশুসহ ১৩ রোহিঙ্গা আটক

কুমিল্লায় আটক ১৩ রোহিঙ্গা ছবি: বাংলাদেশের খবর


কুমিল্লায় ব্রাহ্মণপাড়ায় নারী শিশুসহ ১৩ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তাদেরকে বৃহস্পতিবার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে শশীদল পাঁচপীরের মাজার এলাকা থেকে নারী, পুরুষ এবং শিশুসহ ১৩ রোহিঙ্গাকে আটক করে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

আটককৃত রোহিঙ্গারা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।

আটককৃতরা হলো-  হাবিববুল্লাহ্ (৩৮), হাবিববুল্লাহর স্ত্রী রাজুমা (২৭), হাবিববুল্লাহর ছেলে সোহেল (৯), আশ্রাফ (৭), ছমির (৪), হাবিববুল্লাহর মেয়ে তাসলিমা (২), ছমিয়া (১),ইমাম হোসেন (৭৭), ইমাম হোসেনের স্ত্রী আছিয়া খাতুন (৫৬), ইমাম হোসেনের মেয়ে মনোয়ারা (২২), রাজুমা (২০),সৈয়দ আলম(২৫), হামিদ হোসেন(২৫)।

থানার ওসি এসএএম শাহজাহান কবির বলেন, বৃহস্পতিবার আটক রোহিঙ্গা শরণার্থীদের কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১