বাংলাদেশের খবর

আপডেট : ১৯ জুলাই ২০১৯

বদলি ক্রিকেটার ও স্লো ওভার রেটের নতুন আইন


এখন থেকে মাথায় আঘাত পাওয়া খেলোয়াড়ের বদলি নামানো যাবে ক্রিকেটে। আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ ও প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মটি কার্যকর হবে বলে জানিয়েছে আইসিসি।

লন্ডনে আইসিসির চলতি বার্ষিক সম্মেলনে গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয় সংস্থাটির নীতিনির্ধারকেরা।

আইসিসির বিবৃতিতে বলা হয়, ‘বদলি নামানোর সিদ্ধান্ত নেবেন দলের চিকিৎসা প্রতিনিধি। বদলি খেলোয়াড়কে অভিন্ন হতে হবে এবং ম্যাচ রেফারির অনুমোদন লাগবে।’

নিয়ম পাশের আগে ঘরোয়া ক্রিকেটে দুই বছর মহড়া দিয়েছে আইসিসি। মাথায় আঘাত পাওয়া খেলোয়াড়ের বদলি নামানো হয়েছে ঘরোয়া ক্রিকেটে। ১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজ থেকেই চালু হচ্ছে নিয়মটি। এবারের অ্যাশেজ সিরিজ দিয়ে শুরু হচ্ছে ২০১৯-২০২১ মেয়াদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ।

লন্ডনে বার্ষিক সম্মেলনে স্লো ওভাররেট নিয়েও একটি নিয়ম পাল্টানো হয়েছে। মারাত্মক স্লো ওভার রেট এবং তার পুনরাবৃত্তি ঘটলে দায় নিতে হবে দলের সব খেলোয়াড়কে। অধিনায়ক এবং তাঁর সতীর্থদের একই অঙ্কের জরিমানা হবে। এ ছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যে দল ওভার রেটে পিছিয়ে থাকবে ম্যাচ শেষে প্রতিটি স্লো ওভারের জন্য কাটা হবে দুটি করে কমপিটিশন পয়েন্ট।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১