বাংলাদেশের খবর

আপডেট : ২০ জুলাই ২০১৯

মৎস্য সপ্তাহের বিশেষ অভিযানে অবৈধ জাল বিনষ্ট


আজ শনিবার রাজবাড়ীর কালুখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ এর চতুর্থ দিনে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৬ লক্ষাধিক টাকার অবৈধ জাল জব্দ ও বিনষ্ট করা হয়েছে। কালুখালী উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ও উপজেলা প্রশাসন এবং থানা পুলিশের সহযোগীতায় সকাল ১০ টায় পদ্মা নদীর কোল হতে এ অবৈধ জাল আটক করে পরে আগুন দিয়ে বিনষ্ট করা হয়।

এসময় সতর্ক করা হয় যাতে এ অবৈধ জাল ব্যবহার করে কেউ রেনু ও ধানী পোনা বিনষ্ট না করে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম সহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। একই দিনে বেলা ১২টার দিকে উপজেলার রতনদিয়া মাছ বাজারে ফরমালিন বিরোধী অভিযান এবং বাজারের বিভিন্ন মাছের খাবারের দোকানে মেয়াদউত্তীর্ণ ও ভেজাল খাবার বিরোধী অভিযান পরিচালনা করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১