বাংলাদেশের খবর

আপডেট : ২০ জুলাই ২০১৯

সারিয়াকান্দিতে বিপদ সীমার উপরে বাঙালী নদীর পানি

বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালী নদীর পানির প্রবল স্রোতে জোড়গাছা ব্রীজ ধসে যাওয়া সংযোগ সড়ক বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে ছবি : বাংলাদেশের খবর


বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার পানি কমলেও বাঙালী নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা ও বাঙালী উভয় নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বাঙালী নদীর পানির প্রবল স্রোতে জোড়গাছা ব্রীজের সংযোগ সড়ক ধসে যাওয়ায় ব্রীজের উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ঠিকাদারের মাধ্যমে বালি ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে। যমুনায় বন্যা কবলিত এলাকার মানুষ নানা দুর্ভোর্গের মধ্যে দিনযাপন করছে।

অপর দিকে বাঙালী নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধিতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে ফসলের মাঠ ডুবে গেছে। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাছান মাহমুদ জানান, গত ২৪ ঘন্টায় যমুনার পানি কমে আজ শনিবার বিকেল ৩টায় বিপদ সীমার ১১০ সেন্টিমিটার উপর দিয়ে এবং বাঙালী নদীর পানি ২৪ ঘন্টায় ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৭ সেন্টিমিটার উপরি দিয়ে প্রবাহিত হচ্ছে।

উজানে গাইবান্ধায় বাঁধ ভাঙার কারণে যমুনার পানি এসে বাঙালী নদীতে প্রবেশ করায় বাঙালী নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাচ্ছে। যমুনার পানির উচ্চতার সাথে বাঙালী নদীর পানির উচ্চতা সমান হলে বাঙালী নদীর পানিও কমতে শুরু করবে। বন্যা দুর্গতদের মাঝে সরকারী ভাবে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত আছে এবং বেসরকারী ভাবে ত্রান সামগ্রী বিতরণ শুরু হয়েছে।

আজ শনিবার বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদ কালিতলা গ্রোয়েন বাঁধ এবং কুড়িপাড়া চরে ৯শ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। এসময় স্থানীয় এমপি আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

এছাড়াও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরিফ কায়কোবাদ এর নির্দেশনায় ২শ ৫০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। আনসার ভিডিপির নিজস্ব তহবিল থেকে হাসনাপাড়া গ্রোয়েন বাঁধে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা কমান্ড্যান্ট মুহাম্মদ মেহেদী হাসান। এসময় বগুড়া সদর ও সারিয়াকান্দি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১