বাংলাদেশের খবর

আপডেট : ২১ জুলাই ২০১৯

৮-১০ গোল  


গত দুই বছরে বাংলাদেশের ফুটবলে অভূত উন্নতি হয়েছে বলে মনে করেন কাজী মোহাম্মদ সালাহউদ্দিন। জাতীয় ফুটবল দলের সমালোচনা করায় সাবেক ফুটবলারদের একহাত নিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি। 

প্রাক-বাছাইপর্বে গত মাসে লাওসের বিপক্ষে স্মরণীয় জয়ে বিশ্বকাপের মূল বাছাইয়ে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। গ্রুপ ‘ই’তে লাল-সবুজদের প্রতিপক্ষ ওমান, ভারত, আফগানিস্তান এবং ২০২২ বিশ্বকাপের স্বাগতিক কাতার। সবগুলো দলই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। 

সাবেক ফুটবলারদের কঠোর সমালোচনা করে বাফুফে সভাপতি বলেছেন, ‘১৯৭২ সাল থেকে গত দুই বছর ছাড়া সবাই ৮-১০ গোল করে খেয়ে এসেছে। আমি নিজেও খেয়েছি। সাবেক খেলোয়াড়রা যারা আলোচনা সভায়, টেলিভিশন টক শোতে বড় বড় কথা বলে, তারাও ৮-১০ গোল খেয়ে এসেছে। তা-ও আবার সাউথ কোরিয়া-নর্থ কোরিয়ান ক্লাবের সঙ্গে। আমাদের খেলোয়াড়রা সেরা দলগুলোর সঙ্গে খেলবে। তারা ভুল করতেই পারে। দলটা উন্নতি করছে। আশা করছি তারা ভালো করবে।’ 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১