বাংলাদেশের খবর

আপডেট : ২১ জুলাই ২০১৯

তিন সপ্তাহের বিশ্রামে সাইফ উদ্দিন 


বিশ্বকাপে বেশ ভালো করেছেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও নিজের নামের সুবিচার করেছেন। কিন্তু বিশ্বকাপ-পরবর্তী সিরিজেই দলের বাইরে যেতে হয়েছে অলরাউন্ডার সাইফউদ্দিনকে। পিঠের চোটের কারণে শ্রীলঙ্কায় যাওয়া হয়নি তার। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তিন সপ্তাহের বিশ্রামে থাকতে হবে সাইফউদ্দিনকে। অন্যদিকে ইনজুরির কারণে লঙ্কায় যাওয়া হয়নি মাশরাফিরও। ৪৮ ঘণ্টা পর জানা যাবে মাশরাফির আপডেট।  

তিন সপ্তাহ পর সাইফের অবস্থা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ প্রসঙ্গে বিসিবির চিকিৎসক জানিয়েছেন, ‘ওর চোটের নাম লাম্বার স্পাইনের ফ্যাসেট জয়েন্ট সিনড্রোম। বোলারদের খুব কমন চোট এটা। অস্ত্রোপচারে এই চোট ভালো হবে না। খেলা চালিয়ে যাওয়ার জন্য তিনটি উপায় আছে। টেকনিক্যাল কারেকশন হলো প্রথম উপায়। সমস্যা হচ্ছে এত দিন পরে বোলিং অ্যাকশন পরিবর্তন তো কঠিন। ভুল হোক, ঠিক হোক একটা টেকনিকে রপ্ত হয়ে গেছে। এটা খুব কঠিন ব্যাপারও।’ 

তিনি আরো বলেন, ‘আমাদের দেশে সম্ভব না। বায়ো মেকানিক্যাল অ্যাসেসমেন্ট করতে হবে। অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয়ে। এটা একটা বড় পরিকল্পনা। তবে এটা একটা পরিকল্পনা।’ তার মতে, ‘দ্বিতীয় চিকিৎসা হচ্ছে ইনজেকশন আবার দেওয়া। তবে ইনজেকশন আমরা বারবার দিতে চাই না। ইনজেকশন বারবার দিলে ক্ষতিকর হতে পারে। সমস্যা হচ্ছে ইনজেকশন দিলে এটা কতদিন কাজ করবে তা আমরা বলতে পারব না। এটা কি সাত দিন কাজ করবে না সাত সপ্তাহ কাজ করবে, এটা আমরা জানি না।’ 

চোটের জন্য শ্রীলঙ্কা সফরের দল থেকে ছিটকে যাওয়া মাশরাফি বিন মর্তুজাকে তিন দিন পর দেখে পরবর্তী করণীয় ঠিক করবেন বিসিবির প্রধান চিকিৎসক। তিনি বলেন, ‘মাশরাফি এই সময়ে পুরোপুরি বিশ্রামে থাকবে। বরফ লাগাবে। ব্যান্ডেজ করে রাখবে। ৭২ ঘণ্টা পার হওয়ার পর ওকে আমরা দেখব।’ 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১