বাংলাদেশের খবর

আপডেট : ২১ জুলাই ২০১৯

মহাকবি কায়কোবাদের মৃত্যুবার্ষিকী আজ


মো. জহিরুল ইসলাম

‘কে ঐ শোনালো মোরে আযানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর, বাজিলো কি সুমধুর, আকুল হইলো প্রাণ, নাচিলো ধমনি। কি মধুর আযানের ধ্বনি।’ সেই অমর ‘আযান’ কবিতার রচয়িতা মহাকবি কায়কোবাদের ৬৮তম মৃত্যুবার্ষিকী আজ।

মহাকবি কবি কায়কোবাদ ১৯৫১ খ্রিস্টাব্দের ২১ জুলাই বার্ধক্যজনিত কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৫ ফেব্রুয়ারি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। জীবনের সুদীর্ঘ ৮২ বছরই তিনি বাংলা সাহিত্য নিয়ে চর্চা করেছেন। রচনা করে গেছেন অসাম্প্রদায়িক আধুনিক শুদ্ধ বাংলায় গীতিকাব্য, কাহিনী কাব্য, কাব্য উপন্যাস।

১৮৭০ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘বিরহ বিলাপ’। প্রকাশিত হয় মাত্র ১২ বছর বয়সে। ১৮৭৩ সালে দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কুসুম কাননে’ প্রকাশিত হয়। ১৮৯৬ সালে প্রকাশিত হয় তৃতীয় কাব্যগ্রন্থ ‘অশ্রুমালা’। এরপর থেকেই কায়কোবাদ সাহিত্য সমাজে প্রতিষ্ঠিত হন। ১৯০৪ সালে প্রকাশিত হয় কবির অমর কাব্য মহাকাব্যগ্রন্থ ‘মহাশ্মশান’। এরপর শিব মন্দির, অমিয় ধারা, মহরম শরীফ বা আত্মবিসর্জন কাব্য, শ্মশান ভস্ম প্রকাশিত হয়। কবির মৃত্যুর পর প্রকাশ হয় প্রেমের ফুল, প্রেমের রানী, প্রেম পারিজাত, মন্দাকিনি ধারা ও গাউছ পাকের প্রেমের কুঞ্জ।

কবিকে স্মরণ করতে আজ ২১ জুলাই রোববার সকালে কবির গ্রাম আগলা পূর্বপাড়া মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দোয়ার মাহফিল, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে মহাকবি কায়কোবাদ স্মৃতি পরিষদ ও এলাকাবাসী। এছাড়াও কবিকে স্মরণ করতে আগামী ২৪ জুলাই মহাকবি কায়কোবাদ সাহিত্য সংঘ উপজেলা সদর উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচি ঘোষণা করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১