বাংলাদেশের খবর

আপডেট : ২২ জুলাই ২০১৯

বাল্য বিবাহকে লালকার্ড দেখালো সাত শতাধিক শিক্ষার্থী

কুমিল্লার চৌদ্দগ্রামে আজ সোমবার বাল্য বিবাহ প্রতিরোধে ধর্মপুর নাজিম আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা লাল কার্ড প্রদর্শন করে ছবি : বাংলাদেশের খবর


‘আর নয় বাল্য বিয়ে, এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে। ১৮ বছরের আগে বিয়ে নয়, পড়ালেখা করে নারী করবে বিশ্ব জয়’- এ স্লোগান মুখে উচ্চারিত করে বাল্য বিবাহকে লাল কার্ড দেখিয়েছে সাত শতাধিক শিক্ষার্থী।

আজ সোমবার দুপুরে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের ধর্মপুর নাজিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছাত্রীরা লাল কার্ড প্রদর্শন করে। এ সময় ছাত্রীরা ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বারিক, সহকারী প্রধান শিক্ষক মামুনুর রশীদ, ব্রাক নিউট্রিশন ম্যানেজার আবদুস সালাম, ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পিও মোঃ বেলাল ও পিও জসিম উদ্দিন প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১