বাংলাদেশের খবর

আপডেট : ২২ জুলাই ২০১৯

ভ্রাম্যমান আদালতের অভিযান

গোপালগঞ্জে ৫ টি দোকানকে জরিমানা

গোপালগঞ্জ ম্যাপ


গোপালগঞ্জে মূল্য তালিকায় মূল্য হালনাগাদ ও লেখা না থাকার দায়ে ৫টি দোকানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা প্রদান করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান জানান, গোপালগঞ্জ শহরের কাঁচা বাজারে অভিযান চালানো হয়। এসময় ৫টি কাঁচা মালের দোকানে মূল্য তালিকায় মূল্য হাল নাগাদ ও লেখা না থাকার দায়ে বিভিন্ন অংকে ৬ হাজার টাকা জরিমানা ও দোকানদারকে সতর্ক করা হয়। এসময় জেলা বাজার কর্মকর্তা আরিফ হোসেন এবং ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোজাহারুল হক বাবলুসহ সদর থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১