বাংলাদেশের খবর

আপডেট : ২৬ জুলাই ২০১৯

আলীকদম সদর উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিজয়ী


গতক‍াল বৃহস্পতিবার আলীকদম সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ নাছির উদ্দিনকে আনুষ্ঠানিক ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এদিকে, নয়াপাড়া ইউনিয়নের ১নম্বর সংরক্ষিত মহিলা আসনে মঞ্জুরানী চাকমাকে আনুষ্ঠানিক ভাবে সূর্যমুখী প্রতীক নিয়ে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮ আটটায় দুই ইউনিয়নের ১২টি কেন্দ্রের ফলাফল আলীকদম উপজেলা পরিষদের হল রুমে ঘোষণা করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃসায়েদ ইকবাল। ফলাফল ঘোষণার সময় আলীকদম উপজেলা নির্বাচন অফিসার নববিন্দু নারায়ন চাকমাও উপস্থিত ছিলেন। সদর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৩ হাজার ৬০৬ ভোট। তার প্রতিদ্বন্দি প্রার্থী বিএনপি সমর্থিত আনারস প্রতীকের প্রার্থী মোঃ ইউনুছ মিয়া পেয়েছেন ২ হাজার ১৩৯ ভোট। মোট ভোট পড়েছে ৫ হাজার ৭৮৭ ভোট।

আলীকদম উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আলীকদম সদর ইউনিয়নে উপনির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন ও নয়াপাড়া ইউনিয়নে ১নং সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

নির্বাচনে সদর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ছিল ১০ হাজার ১৭০ জন। সদর ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ৯টি।

অপরদিকে ৩নং নয়াপাড়া ইউনিয়নের ১,২,৩ নং সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে ৩২৩ ভোট পেয়ে সূর্যমুখী প্রতীকে বিজয়ী হয়েছেন মঞ্জুরানী চাকমা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন কুমুদিনী চাকমা (জিরাপ প্রতীক) পান ২২১ ভোট।
৩ নং নয়াপাড়া ইউনিয়নের সংরক্ষিত নারী আসন ১,২,৩ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১ এক ৩ শত ৭৪ জন। ৩নং নয়াপাড়া ইউনিয়নের মোট ভোট কেন্দ্র ৩ টি।

আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদ ইকবাল জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সার্বিক সহযোগিতার জন্যে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১