বাংলাদেশের খবর

আপডেট : ২৭ জুলাই ২০১৯

বাংলাদেশ ক্রিকেট দল

বোলিং কোচ ভেট্টরি ও ল্যাঙ্গাভেল্ট

ড্যানিয়েল ভেট্টরি ও চার্ল ল্যাঙ্গাভেল্ট। ছবি-সংগৃহীত


দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার চার্ল ল্যাঙ্গাভেল্টকে পেস বোলিং কোচ ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরিকে স্পিন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বোর্ড সভা শেষে এ তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাদের নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে ল্যাঙ্গাভেল্ট স্থায়ীভাবে নিয়োগ পেয়েছেন। অপরদিকে ভেট্টরি কাজ করবেন মোট ১০০ দিন।

এদিকে বোর্ড সভায় দলের প্রধান নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদীন নান্নু ও নির্বাচক হিসেবে হাবিবুল বাশার সুমনকে স্বপদে বহালের সিদ্ধান্ত হয়েছে। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বোর্ড।

নির্বাচক প্যানেল হবে দ্বিস্তর বিশিষ্ট। যার মধ্যে নির্বাচক প্যানেলে থাকছেন নান্নু ও হাবিবুল বাশার। তারা দল নির্বাচন করবেন। এছাড়া নির্বাচক কমিটিতে থাকবেন বিসিবির পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, প্রধান কোচ, অধিনায়ক ও প্রধান নির্বাচক। বোর্ড সভা শেষে এ সিদ্ধান্ত জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১