বাংলাদেশের খবর

আপডেট : ২৯ জুলাই ২০১৯

১০ বছর পর একসঙ্গে তারা


জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী ও আঁখি আলমগীর। এই দুই শিল্পীর মধ্যে রয়েছে দারুণ বন্ধুত্ব। মূলত কাজের সূত্র ধরেই এ বন্ধুত্ব। একসঙ্গে দশটিরও বেশি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তারা। তবে সেটা দশ বছর আগের কথা। দশ বছর ধরে একসঙ্গে কোনো গান নেই তাদের।

দশ বছর পর জানা গেল আবারো একসঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিচ্ছেন তারা। আসছে ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’-এ শোনা যাবে তাদের দ্বৈত কণ্ঠের গান। গাজী মাজহারুল আনোয়ারের কথায় গানটির সুর করেছেন রবি চৌধুরী আর সংগীতায়োজনে বিনোদ রায়।

এরই মধ্যে রবি চৌধুরীর নিজের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিয়েছেন আঁখি। এরপর নিজে কণ্ঠ দিয়ে মিক্স-মাস্টার করবেন বলে জানান রবি।

এ প্রসঙ্গে রবি চৌধুরী বলেন, আঁখির সঙ্গে আমার অনেক গান হয়েছে। আমাদের একটি দ্বৈত অ্যালবামও আছে। মাঝে অনেক বছর ধরে আমাদের একসঙ্গে কোনো গান নেই। আবার হচ্ছে। সেটা অবশ্য পাঁচফোড়নের কল্যাণেই হলো।  আশা করি গানটি সবার ভালো লাগবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১