বাংলাদেশের খবর

আপডেট : ২৯ জুলাই ২০১৯

সোনারগাঁয়ে ৯ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

সোনারগাঁয়ের আনন্দবাজারে অভিযান চালিয়ে ৯ কোটি টাকার কারেন্ট জাল জব্দ ছবি : বাংলাদেশের খবর


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আনন্দবাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৯ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়। গতকাল সোমবার দুপুরে কোস্টগার্ডের সহায়তায় এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসেইন জানান, উপজেলার আনন্দবাজার হাটে উপজেলা মৎস কর্মকর্তা ও নারায়ণগঞ্জ কোস্টগার্ডের সহযোগিতায় এ অভিযান চালানো হয়। এ সময় বাজারে দোকানের মালিক না থাকায় দোকানের তালা ভেঙ্গে প্রায় ৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারেন্টজালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানের সময় উপজেলা সিনিয়ন মৎস কর্মকর্তা মাহামুদা আক্তার সহ নারায়ণগঞ্জ কোস্ট গার্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১