বাংলাদেশের খবর

আপডেট : ৩০ জুলাই ২০১৯

বিজিবি’র অভিযান

সুনামগঞ্জে ভারতীয় গরুর চালান আটক

সুনামগঞ্জ ম্যাপ ছবি : বাংলাদেশর খবর


সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা গরুর চালান আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মাঠগাঁও বিওপির টহল দল চোরাই গরুর চালানটি আটক করে। এসময় প্রায় ১লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের গুরু আটক করা হয়। ২৮- বর্ডারগার্ড ব্যাাটালিয়নের অধিনায়ক মো: মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

মাকসুদুল আলম জানান, দোয়ারাবাজার উপজেলার মাঠগাও বিওপির টহল দল মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৫.০০ ঘটিকায় সীমান্ত পিলার-১২২৪/৯-এস এর নিকট হতে আনুমানিক ১৫০গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের উত্তর মাঠগাঁও নামক স্থান হতে ৩ টি ভারতীয় গরু আটক করে, আটককৃত গরুগুলো শুল্ক কর্মকর্তা, সুনামগঞ্জ কর্তৃক নিলাম এবং সিজার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। যার আনুমানিক সিজার (বিজিবি) মূল্য এক লক্ষ আশি হাজার টাকা।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১