বাংলাদেশের খবর

আপডেট : ৩০ জুলাই ২০১৯

অপরিচিত ১৪ ব্যাক্তিকে ফিরিয়ে পাঠিয়েছে আনসার-ভিডিপি

দা, রশি হাতে নিয়ে সন্দেহ জনক ঘুরাঘুরি করার সময় এলাকাবাসীর সহায়তায় এদের ধরা হয়। পরে নিজস্ব এলাকায় ফেরত পাঠানো হয়। ছবি : বাংলাদেশের খবর


অপরিচিত ১৪ জন ব্যাক্তিকে টেকনাফ হতে ফিরিয়ে দিয়েছে আনসার-ভিডিপি সদস্যরা।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে টেকনাফ পুরাতন ট্রান্সপোর্ট এলাকা থেকে তাদের ফিরত পাঠানো হয়।

এরা হচ্ছে কক্সবাজারের ঈদগাহ দোলাফকির ও খুটাখালী এলাকার ছগির আহমদ (২৯), মো: সেলিম (৩৯), মো: ফোরকান (২৩), মো: আব্দুল্লাহ (১৮), সোলতান আহমেদ (৪৬), আজিজ উদ্দিন(২৯), নূর হাকিম (১৯), আব্দুল সালাম (৩০), মো: আলম(৩৫), মো:ছাদেক (২১), মো: রফিক (২৭), মো: তৈয়ব (২০), সাইফুল ইসলাম (২১) ও মো: রমিজ (২৯)।

ভিডিপি সদস্যরা জানায়, দা, রশি হাতে নিয়ে সন্দেহ জনক ঘুরাঘুরি করার সময় এলাকাবাসীর সহায়তায় এদের ধরা হয়। পরে নিজস্ব এলাকায় ফেরত পাঠানো হয়। হাতে দা, রশির বিষয়ে টেকনাফের বিভিন্ন গ্রামে গাছ হতে নারিকেল সংগ্রহ করতে এসেছে বলে জানান তারা।

টেকনাফ উপজেলা আনসার-ভিডিপি টিআই আমান উল্লাহ ও উপজেলা কোম্পানি কমান্ডার জাবেদ ইকবাল চৌধুরী অন্যান্য সদস্য ও স্হানীয় সংবাদকর্মী শামসুদ্দিনের সহায়তায় টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহার পরামর্শে এদের গাড়িতে উঠিয়ে দেওয়া হয়। দেশে চলমান গুজবে অপরিচিত লোকজনের আনাগোনায় অনাকাংখিত ঘটনা এড়াতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান উক্ত পুলিশ কর্মকর্তা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১