বাংলাদেশের খবর

আপডেট : ৩০ জুলাই ২০১৯

নাঙ্গলকোটে সেপটিক ট্যাংকে ২ শ্রমিকের মৃত্যু

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু ছবি : বাংলাদেশের খবর


কুমিল্লার নাঙ্গলকোটে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে নাঙ্গলকোট পৌরসভার চৌগুরী গ্রামে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার নাওগোদা গ্রামের আবুল কাশেমের ছেলে ইয়াছিন (১৮) ও চৌগুরী গ্রামের হাবিব উল্লাহর ছেলে আবুল কালাম (২৬)।

জানা যায়, চৌগুরী গ্রামের শাহজাহান সওদাগরের নির্মানাধীন ভবনের সেফটিক ট্যাংকের ছাদের সাটারিংয়ের বাঁশ খুলতে গিয়ে অক্সিজেন স্বল্পতায় পড়ে তারা সজ্ঞাহিন হয়ে ট্যাংকির ভেতরে পড়ে যায়। সহকর্মী শ্রমিকরা তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষাণা করেন। ভবন নির্মান মেস্ত্রী ফরহাদ হোসেন বলেন, নিহত দুই নির্মাণ শ্রমিক সাটারিংয়ের বাঁশ খুলতে গিয়ে ট্যাংকের ভিতরে ডুকে তাৎক্ষণাত তারা সজ্ঞাহীন হয়ে পড়ে। সহকারি শ্রমিকরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত বলে ঘোষনা করেন। দুইজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম পিপিএম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১