বাংলাদেশের খবর

আপডেট : ৩১ জুলাই ২০১৯

বাগেরহাটে ৮ ডেঙ্গু রোগী শনাক্ত


বাগেরহাটে ৮ জনের শরীরে ডেঙ্গু রোগের উপস্থিতি শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। বুধবার সকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাগেরহাট সদর হাসপাতালে ৮ জন রোগী চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে ১ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছে। বাকি ৭ জনের মধ্যে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয় এবং অন্য ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাগেরহাটের ডেঙ্গুতে আক্রান্তরা সবাই ঢাকা এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

ডেঙ্গুতে আক্রান্ত এই ৮ জনেরই বাড়ি বাগেরহাট ও কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায়।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. জিকেএম শামসুজ্জামান জানান, বুধবার সকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাগেরহাট সদর হাসপাতালে ৮ জন রোগী চিকিৎসা নিয়েছেন। ডেঙ্গু রোগ নির্ণয় করতে সদর হাসপাতালে একটি রোগ নির্ণয় সেল চালু করা হয়েছে। এই রোগের উপশমে পরীক্ষার জন্য আসতে পরামর্শ দেয়া হচ্ছে।

শরীরে ডেঙ্গু রোগের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১