বাংলাদেশের খবর

আপডেট : ০১ আগস্ট ২০১৯

শোকের মাস আগস্ট

পীরগঞ্জে স্পীকারের মোমবাতি প্রজ্বলন

বাঙালি জাতির শোক ও বেদনার মাস আগস্টকে স্মরণ করতেই গতকাল বুধবার রাত ১২:০১ মিনিটে আগস্টের প্রথম প্রহরে পীরগঞ্জ আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে মোমবাতি প্রজ্বলন করেন ছবি : বাংলাদেশের খবর


আগস্ট মাস বাঙালি জাতির জীবনে শোক ও বেদনার মাস। এ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয় । মাসটিকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে গতকাল বুধবার রাত ১২:০১ মিনিটে আগস্টের প্রথম প্রহরে পীরগঞ্জ আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে মোমবাতি প্রজ্বলন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড.শিরীন শারমিন চৌধুরী এমপি প্রধান অতিথি ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন আমরা বাঙ্গালী জাতি এই আগষ্টে জাতির শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নব পরিনতা পুত্রবধু, শিশু রাসেলসহ পরিবারের সদস্য এবং নিকটাত্মীয়দের হারিয়েছি। এই আগষ্ট মাস আমাদের শোকের মাস। ১৫ আগষ্টে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

মোমবাতি প্রজ্বলন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড-আজিজুর রহমান রাঙ্গা, কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম হোসেন সরকার মানু, সাংগাঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মিলন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম রীনা, রংপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যাপক নুরুল আমিন রাজাসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১