বাংলাদেশের খবর

আপডেট : ০২ আগস্ট ২০১৯

চিলিতে শক্তিশালী ভূমিকম্প


চিলির উপকূলীয় একটি শহরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভূমিকম্পের এ ঘটনা ঘটে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, প্রাথমিকভাবে ওই ভূমিকম্পের মাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬ দশমিক ৫। এটি ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, মধ্য চিলির ভালপারাইসোর উপকূলীয় শহরের দক্ষিণ-পশ্চিমে ১৪০ কিলোমিটারে এই কম্পন অনুভূত হয়। 

দেশটির জাতীয় জরুরি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিভিন্ন সরকারি সংস্থা। 

তবে নৌবাহিনীর তরফ থেকে বলা হয়েছে, এই ভূমিকম্প থেকে সুনামির কোন আশঙ্কা নেই। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে চিলিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। এর আগে ২০১০ সালে ৮ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে দেশটিতে সুনামি আঘাত হানে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১