বাংলাদেশের খবর

আপডেট : ০২ আগস্ট ২০১৯

গৌরনদীতে ট্রাক উল্টে ৫টি গরুর মৃত্যু, আহত ২ জন

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর মদিনা স্ট্যান্ডের কাছে আজ সকালে গরু বোঝাই ট্রাক উল্টে ৫টি গরু মারা যায়। ছবি : বাংলাদেশের খবর


ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর মদিনা স্ট্যান্ডের কাছে শুক্রবার সকালে গরু বোঝাই ট্রাক উল্টে ৫টি গরু মার গেছে। এ সময় গরুর এক ব্যাপারী ও রাখাল আহত হয়েছে।

আজ শুক্রবার সকাল ৬টার দিকে গৌরনদীর মদিনা স্ট্যান্ডের কাছে গরু বোঝাই ট্রাক পৌঁছলে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পরে উল্টে এ দুর্ঘটনা ঘটে।

বরিশালের চরমোনাই গ্রামের গরু ব্যবসায়ী সৈয়দ মোস্তফা জানান, বৃহস্পতিবার চুয়াডাঙ্গার শিয়ালমারা গো-হাট থেকে ২২ লক্ষ টাকা দিয়ে ১৮টি ষাড় গরু কিনে (যশোর ট-০২০১০৪) ট্রাক যোগে বরিশাল আসছিল। শুক্রবার সকাল ৬টার দিকে গৌরনদীর মদিনা স্ট্যান্ডের কাছে গরু বোঝাই ট্রাক পৌঁছলে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পরে উল্টে যায়। ঘটনাস্থলেই ৫টি গরু মারা যায়। এ ছাড়া ২টি গরু গুরুতর আহত হলে স্থানীয়রা জবাই করে। যার আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা।

ট্রাকের মধ্যে থাকা অপর গরু ব্যবসায়ী মতিন বেপারী ও রাখার সরোয়ার হোসেন আহত হয়। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ দূঘর্টনাকৃত ট্রাকটি উদ্ধার করে জব্দ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১