বাংলাদেশের খবর

আপডেট : ০৪ আগস্ট ২০১৯

টেক্সাসের পর এবার ওহাইওতে হামলা, বন্দুকধারীসহ নিহত ১০


মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দেশটির ওহিও অঙ্গরাজ্যের ডেটনে চালানো এ হামলায় ১০ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন।

স্থানীয় সময় রোববার দিনগত রাত ১টা ২০ মিনিটের দিকে একটি বারে হামলা চালানো হয়। ঘটনায় অন্তত ১৬ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংবাদ সংস্থা আর টি।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, রাত ১টার দিকে ওই বন্দুক হামলার পর পুলিশ ই৫ স্ট্রিট এবং ওয়েইন এভিনিউয়ের আশপাশের এলাকা ঘিরে ফেলে। এফবিআই সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন।

ডেটন পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানায়, হামলাকারী লম্বা একটি বন্দুক ব্যবহার করেছেন।

এর আগে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ওয়ালমার্টের একটি দোকানে স্থানীয় সময় শনিবার সকালে বন্দুকধারীর গুলিতে অন্তত ২০ জন নিহত এবং ২৬ জন আহত হন। হামলাকারী শ্বেতাঙ্গ এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি হামলার আগে একটি ইশতেহার প্রকাশ করেছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১