বাংলাদেশের খবর

আপডেট : ০৪ আগস্ট ২০১৯

সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামিদের তালিকা টানিয়ে দিল পুলিশ


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রায় ২ হাজার ৪০০ ওয়ারেন্টভুক্ত আসামির নামের তালিকা টানিয়ে দিয়েছেন পুলিশ প্রশাসন। আজ রোববার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ নামের তালিকা টানানোর কার্যক্রম উদ্বোধন করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) খোরশেদ আলম।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার উপস্থিত ছিলেন।

খোরশেদ আলম জানান, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদেরকে সাধারণ মানুষ যাতে সহজেই চিনতে পারে এবং পুলিশ যাতে তাদেরকে গ্রেপ্দার করতে পারে এ জন্যই তালিকা টানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া অনেকই জানেন না তার নামে ওয়ারেন্ট আছে তারা এ তালিকা দেখে বিষয়টি জানতে পারবেন এবং আদালতে আত্মসমর্পণের সুযোগ পাবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার বলেন, পুলিশের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তালিকা প্রকাশের কারণে ধীরে ধীরে অপরাধ প্রবনতা হ্রাস পাবে।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, আমরা সোনারগাঁয়ের সকল গুরুত্বপূর্ন স্থানে এ নামের তালিকা টানিয়ে দেব যাতে সবাই ওয়ারেন্টভুক্ত আসামীদের সম্পর্কে জানতে পারে এবং পুলিশকে সহযোগিতা করতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন, পরিদর্শক (অপারেশন) আলমগীর হোসেন ও সেকেন্ড অফিসার মাসুদ রানা প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১