বাংলাদেশের খবর

আপডেট : ০৫ আগস্ট ২০১৯

টেকনাফে বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' রোহিঙ্গাসহ নিহত ২


টেকনাফ নাফনদী সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' রোহিঙ্গাসহ দুই যুবক নিহত হয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে টেকনাফের মৌলভীবাজার ২নং সুইস গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হলেন- হোয়াইক্যং ইউনিয়ন নয়াবাজার এলাকার মৃত জলিল আহাম্মদের পুত্র দেলোয়ার হোসেন(৩০),উখিয়া উপজেলা কুতুপালং ৪নং রোহিঙ্গা বস্তির মৃত হায়দার শরীফের পুত্র নুরুল ইসলাম(২৭)।

সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি উপ-অধিনায়ক মেজর শরিফুল ইসলাম জোমাদ্দার জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করবে। এমন গোপন সংবাদের তথ্য অনুযায়ী খবর হ্নীলা মৌলভী বাজার এলাকার টহলরত বিজিবি সদস্যরা উক্ত এলাকায় অবস্থান নেয়। এরপর ইয়াবা পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বিজিবি সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ী গুলিবর্ষণ শুরু করে। এতে বিজিবির ৪ সিপাহী আহত হয়। এরপর আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আসার পর ২জন যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের কক্সবাজার সদরে রেফার করে। সেখানে পৌছার পর দায়িত্বরতচিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

ঘটনাস্থল তল্লাশি করে ২০ হাজার ইয়াবা,দেশীয় তৈরী ২টি বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ,২টি ধারালো কিরিচ উদ্ধার করে বিজিবি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১