বাংলাদেশের খবর

আপডেট : ০৫ আগস্ট ২০১৯

মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বসবে না: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফাইল ছবি


যানজট এড়াতে মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বসতে না দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘সড়ক ও মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বসালে যানজট সৃষ্টি হতে পারে, তাই হাট যেন বসানো না হয় সে সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্দেশ অমান্য করে ইতিমধ্যে বসানো হাটের বিষয়ে ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসন ও পুলিশের প্রতি আহ্বান জানান তিনি।

আজ সোমবার ঈদুল আজহা উদযাপনে সড়ক পথে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সচিবালয়ে এক সমন্বয় সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি জানান, ঈদে যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন করতে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।

ফিটনেসবিহীন গাড়িতে পশু বহন করা যাবে না জানিয়ে কাদের বলেন, পশু বহনকারী যানবাহন ধীর গতিতে চলে। ফিটনেসবিহীন গাড়িতে পশু বহন করলে সমস্যার সৃষ্টি হয়। ‘তাই এসব গাড়িতে পশু পরিবহন বন্ধ করতে হবে। এ বিষয়ে সবাইকে নির্দেশ দিয়েছি।’

বাস টার্মিনালগুলোতে নজরদারি টিম সক্রিয় থাকবে এবং অতিরিক্ত ভাড়া আদায় করা হলে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নেবে বলে জানান মন্ত্রী।

ঈদযাত্রায় এডিস মশা ও ডেঙ্গু ছড়িয়ে পড়ার উদ্বেগ সম্পর্কে তিনি বলেন,বাস টার্মিনালে মশা নিধনে ব্যবস্থা নিতে সিটি করপোরেশনকে অনুরোধ করা হয়েছে। বাসগুলোতে অ্যারোসল সরবরাহের জন্য চিঠি দেয়া হয়েছে। গাজীপুর সিটি মেয়র মশার ওষুধ দেয়ার আশ্বাস দিয়েছেন।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে টঙ্গী-গাজীপুরে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ বন্ধ থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সড়কের মেরামত কাজ যাতে যথাযথভাবে শেষ করা যায় তা নিশ্চিত করতেও ব্যবস্থা নিতে হবে।’

তৈরি পোশাক শ্রমিকদের ঈদযাত্রার জন্য বিজিএমইএ’র অনুরোধে ১৫১টি বাস বরাদ্দ দেয়া হয়েছে। চট্টগ্রামে আরও ২০টি বাস দেয়া হয়েছে। প্রয়োজনে এ সংখ্যা বাড়তে পারে, বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সিএনজি স্টেশনগুলো ১ আগস্ট থেকে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ শুরু করেছে জানিয়ে তিনি আরও বলেন, ঈদের আগে তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও অন্যান্য ভারী যান চলাচল বন্ধ থাকবে। তবে রপ্তানিযোগ্য পণ্য, খাদ্য, ওষুধ, পচনশীল দ্রব্য ও পশুবাহী গাড়ি এ নির্দেশের বাইরে থাকবে।

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়ক ঈদের আগে চলতি সপ্তাহের মধ্যে চলাচল উপযোগী করার নির্দেশ দেয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, সড়ক পরিবহন বিভাগের পক্ষ থেকে ৬ থেকে ১৭ আগস্ট পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১