বাংলাদেশের খবর

আপডেট : ০৭ আগস্ট ২০১৯

অবসরে ফজলে হাসান আবেদ, ব্র্যাকের নতুন চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর


বিশ্বের সর্ববৃহৎ এনজিও ব্র্যাকের চেয়ারপারসনের পদ থেকে অবসরে গেলেন স্যার ফজলে হাসান আবেদ। মঙ্গলবার ব্র্যাক সেন্টারে এক নৈশভোজ অনুষ্ঠানে তিনি পদ ছাড়ার ঘোষণা দেন।

সংস্থাটির নতুন চেয়ারপারসনের দায়িত্ব নিচ্ছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

তবে চেয়ারপারসনের পদ ছাড়লেও সংস্থাটির সম্মানসূচক 'চেয়ার ইমেরিটাস' পদে থাকছেন তিনি।

ব্র্যাকের হেড অব মিডিয়া এক্সটার্নাল রিলেশনন্স রাজিব ভৌমিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব্র্যাকের দুটি প্রতিষ্ঠান।

৮৩ বছর বয়সী আবেদ ব্র্যাকের পাশাপাশি ব্র্যাক ইন্টারন্যাশনালের পরিচালনা পর্ষদেও চেয়ারপারসনের পদে ছিলেন।

স্যার ফজলে হাসান আবেদ ব্র্যাকের পাশাপাশি ব্র্যাক ইন্টারন্যাশনালের পরিচালনা পর্ষদেরও চেয়ারপারসন ছিলেন। ৮৩ বছর বয়সি এ মানুষটির কর্ম দক্ষতায় ব্র্যাক এখন বিশ্বের ‘সর্ববৃহৎ’ এনজিও হিসেবে স্বীকৃত।

স্যার ফজলে হাসান আবেদের হাত ধরেই ১৯৭২ সালে যাত্রা শুরু হয় ব্র্যাকের। এরপর এশিয়া, আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চলে ব্র্যাক ইন্টান্যাশনাল নামে কার্যক্রম পরিচালনা করে আসছে এই সংস্থাটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১