বাংলাদেশের খবর

আপডেট : ০৭ আগস্ট ২০১৯

হাজীগঞ্জে ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু


চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের আবদুল হাইয়ের স্ত্রী মনোয়ারা বেগম (৬০) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  মঙ্গলবার দুপরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার দিবাগত রাতে তাকে আহম্মদপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

হাজীগঞ্জ উপজেলায় এই প্রথম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন মনোয়ারা বেগম। মনোয়ারা বেগমের ৫ মেয়ে ও ৪ ছেলে সন্তান রয়েছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী,প্রতিনিয়ত সেখানে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের প্রাথমিক পরীক্ষা হচ্ছে। ইতিপূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুইজন রোগীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মনোয়ারা বেগমের ছেলে মোশারফ হোসেন সেলিম জানান, গত ৩ আগস্ট মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার দুপরে তিনি মারা যান। সন্ধ্যায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মায়ের শরীরে ডেঙ্গু সনাক্ত করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১