বাংলাদেশের খবর

আপডেট : ১৪ আগস্ট ২০১৯

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক


অবিরাম বর্ষণ সত্বেও আজ বুধবার দক্ষিনবঙ্গের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে পদ্মা অববাহিকায় ফেরীসহ নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। নৌরুটে ১৩টি ফেরী, ৮৭ টি লঞ্চ ও তিন শতাধিক স্পিডবোট চলাচল করছে। তবে আগের দিন মঙ্গলবার দিনগত রাতে পদ্মায় তীব্র স্রোত ও ঢেউয়ের তোড়ে শিমুলিয়াঘাটের রো-রো ফেরীঘাটের পল্টুন বিচ্যূত হওয়ায় রো-রো ফেরী চলাচল বন্ধ হয়ে পড়ে রয়েছে। এতে শিমুলিয়াঘাটে দুই শতাধিক যানবাহন আটকে পড়ে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের উপ-মহাব্যবস্থাপক নাসির মো. চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদের পর মঙ্গলবার রাতভর উত্তাল পদ্মায় বৈরী আবহাওয়ার কারণে ফেরীসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকে। তবে বুধবার সকাল থেকে সীমিত আকারে ১৩টি ফেরি চলাচল শুরু করে। আগের দিন রাতভর ফেরী চলাচল বন্ধ থাকায় বুধবার সকাল থেকে দুই শতাধিক যানবাহন ফেরী পারাপরের অপেক্ষায় শিমুলিয়াঘাটে আটকা রয়েছে। রো-রো ফেরীঘাটের বিচ্যূত হওয়া পল্টুন ঘাটে স্থাপনের কাজ চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১