বাংলাদেশের খবর

আপডেট : ১৫ আগস্ট ২০১৯

ফেনীর লেমুয়ায় পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৭


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া সদর এলাকায় কক্সবাজারগামী একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন। 

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের লেমুয়া ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহত ১২জন ফেনী সদর হাসাপাতালে ও মূমূর্ষ অবস্থায় ১০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে ২ জনের পরিচয় হলো- শাহাদাত হোসেন (৩০) ও সুজন মিয়া (৪০)। শাহাদাতের বাড়ি ফেনীর ছাগলনাইয়ায় আর সুজনের বাড়ি বিক্রমপুর।

জানা যায়, ঈদের ছুটিতে কক্সবাজার বেড়াতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী প্রাইম প্লাস পরিবহণের (ঢাকা মেট্রো-ব- ১৪-৭৫৭৮) বাসটি মহাসড়কের লেমুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ৭ জন নিহত ও আরও ২৫ জন গুরুতর আহত হন।  বাসটি পিকনিকের জন্য ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল।

ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১