বাংলাদেশের খবর

আপডেট : ২১ আগস্ট ২০১৯

কমলগঞ্জের ছলিমবাজার-সুনছড়া সড়কের বেহাল দশা


মৌলভীবাজারের কমলগঞ্জের ছলিমবাজার-সুনছড়া সড়ক বেহাল দশায় পরিণত হয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করলেও আজ পর্যন্ত পাকা বা ইট সলিং এর কোন কাজ হয়নি। এছাড়া রাস্তার মধ্যে একটি সেতু প্রায় ৩ বছর যাবৎ অল্প অল্প করে ভেঙ্গে বিশাল আকার ধারণ করায় এখন কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছেনা। এ বিষয়ে সংশ্লিষ্টদের সংশ্লিষ্টদের জানানো হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষুদ্ধ এলাকাবাসীরা।

জানা যায়, কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের ছলিমবাজার- সুনছড়া সড়কটি অতি গুরুত্বপূর্ণ। স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণে জেলা ও উপজেলা সদরে চলাচলের এটিই একমাত্র সড়ক। গত বন্যায় রাস্তাটি অনেক স্থানে ভেঙ্গে যায়। দীর্ঘ ২/৩ বছর হলেও রাস্তাটি মেরামত করা হয়নি।

স্থানীয় ইউপি সদস্য সুকুমার দেবনাথ, একাবাসীকে নিয়ে ব্যক্তিগতভাবে কিছুটা মেরামত করেছিলেন। বৃষ্টি হলেও রাস্তাটি করুন অবস্থায় পরিণত হয়। রাস্তার উপরে একটি সেতু রয়েছে। ব্রীজটি অল্প অল্প করে ভেঙ্গে এখন বিশাল আকার ধারণ করছে। বর্তমানে এই সেতু দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলার সহকারি প্রকৌশলী মো. মামুন ভূঁইয়া জানান, রাস্তা টেন্ডার হয়েছে। শিগগরিই কাজ শুরু হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১