বাংলাদেশের খবর

আপডেট : ২২ আগস্ট ২০১৯

সোনারগাঁয়ে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিয়ে


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে দশম শ্রেণীর এক ছাত্রী বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছেন। বৃহস্পতিবার উপজেলার নুনেরটেক গ্রামে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার বাল্য বিয়ে বন্ধ করেন।

ইউএনও বলেন, উপজেলার বারদী ইউনিয়নের চরাঞ্চল হিসেবে খ্যাত নুনেরটেক উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর এক ছাত্রীর বাল্য বিয়ে হচ্ছে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পান। বৃহস্পতিবার (২২ আগস্ট) তিনি পুলিশ নিয়ে ওই মেয়ের বাড়িতে উপস্থিত হন। পরে মেয়ের অভিভাবক তাদের মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে দেবে না এ মর্মে লিখিত অঙ্গীকার করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার, নুনেরটেক উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ জালাল, স্থানীয় সাবেক ইউপি সদস্য ওসমান গনি, নুনেরটেক উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির সদস্য হোসেন মিয়া প্রমূখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১