বাংলাদেশের খবর

আপডেট : ২২ আগস্ট ২০১৯

মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে চবির ৮ শিক্ষক সহ আহত ১০

মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা কবলিত বাস ছবি : বাংলাদেশের খবর


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক বাস শিক্ষক সহ শহরে যাচ্ছিলেন। ফতেয়াবাদ এলাকার বড়দিঘী পাড় এলাকায় এক মোটরসাইকেল আরোহী বাসটির সামনে পড়ে। ওই আরোহীকে বাঁচাতে গিয়ে গাড়ি সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এতে ৮ শিক্ষকসহ প্রায় ১০জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ক্যাম্পাস থেকে শহরে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষকরা হলেন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শওকতুল মেহের, মাইক্রোবায়োলজির অধ্যাপক ড. ওয়াহিদা সুমি, পালি বিভাগের সহকারী অধ্যাপক সুদীপ্ত বড়ুয়া, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক চন্দন কুমার পোদ্দার, প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিভাগের সহযোগী অধ্যাপক মৌরি ঢালি, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী, পালি বিভাগের শাসনানন্দ বড়ুয়া রুপন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক শাহ আলম, বাসচালক আফছার উদ্দিন ও হেলপার সুকুমার। এদের মধ্যে কয়েকজন গুরুতর আহত বলে জানা যায়। আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।

বিশ্ববিদ্যালয় পরিবহন দফতর সূত্রে জানা গেছে, শিক্ষক বাসটি দুপুর আড়াইটার দিকে বড় দিঘিরপাড় এলাকা অতিক্রম করার সময় এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এতে বাসটির ডান পাশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ সময় স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক শীলব্রত বড়ুয়া বলেন, গুরুতর চারজনকে হাসপাতালে আনা হলেও পরে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে দুইজন শিক্ষক রয়েছেন। বাকি শিক্ষকদের বিভিন্ন ওয়ার্ডে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষক বাস দুর্ঘটনার কবলে পড়ে। পাঁচ শিক্ষক, বাসচালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। আহতদের চমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১