বাংলাদেশের খবর

আপডেট : ২৩ আগস্ট ২০১৯

আন্তর্জাতিক চিত্রকলা উৎসবে বিপাশা হায়াত


প্রতিভা বিষয়টি অনেক মানুষের মধ্যেই থাকে, তবে খুব কম মানুষই এর সঠিক ও যথার্থ পরিচর্যা করতে পারে। সব প্র্রতিভাবান মানুষই জীবনে সফলতা পান না। এক্ষেত্রে একটুু আলাদা অভিনেত্রী বিপাশা হায়াত। যখন যে কাজটি করেছেন সফল হয়েছেন। বহু গুণে গুণান্বিত তিনি। অভিনয়ের সব মাধ্যমেই সফল তিনি। প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন চিত্রশিল্পী হিসেবেও। এবার ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক চিত্রকলা উৎসবে যোগ দেবেন এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে বিপাশা হায়াত বলেন, আগামী মাসে এ উৎসবটি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আয়োজক কর্তৃপক্ষ আমার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আগে থেকেই কোনো চিত্রকর্ম তৈরি করছি না। ইন্দোনেশিয়ায় গিয়ে সেখানে উৎসব চলাকালীন আমি ছবি আঁকব। সাত দিনব্যাপী এ উৎসবে বাংলাদেশ থেকে আরো একজন চিত্রশিল্পী যোগ দেবেন।

বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে বিপাশার চিত্রকর্ম স্থান পাচ্ছে। অন্যদিকে অভিনয়ে এখন আর নিয়মিত নন তিনি। তবে টেলিভিশন বিজ্ঞাপনে মাঝেমধ্যেই অভিনয়ে দেখা যায় তাকে। এছাড়া নাট্যকার হিসেবে নিয়মিতই নাটকের গল্প লিখছেন এ অভিনেত্রী। গত ঈদে আরটিভিতে বিপাশার লেখা ‘স্বর্ণলতা’ নামের একটি নাটক প্রচার হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১