বাংলাদেশের খবর

আপডেট : ২৪ আগস্ট ২০১৯

কালিয়াকৈর অপহরণের ১৮ দিন পর লাশ উদ্ধার,আটক ৩


গাজীপুরের কালিয়াকৈরে অপহরণের পর ১৫ লাখ টাকা মুক্তিপন না পেয়ে এক পোশাক শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার ১৮ দিন পর সেফটিক ট্যাংকি থেকে তার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ । নিহত অহিরুল ইসলাম পাবনার আটঘড়িয়া থানার ভরতপুর গ্রামের ফজলুল হকের ছেলে ।

তিনি দীর্ঘদিন যাবৎ কালিয়াকৈর পৌরসভার কাঠাতলা এলাকার আব্দুল মালেকের বাড়িতে বাসা ভাড়া থেকে স্থানীয় ময়েজ উদ্দিন টেক্সটাইল মিলে চাকুরি করে আসছিলেন। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মজুমদার জানান, গত ৬ আগস্ট বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ভাড়া বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় অহিরুল ইসলাম। পরে স্বজনদের মোবাইলে অহিরুলকে অপহরণ করা হয়েছে বলে জানায় দুর্বৃত্তরা। মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয় অপহরণকারীরা।

২০ আগষ্ট নিহতের চাচাতো ভাই পাঞ্চাব আলী কালিয়াকৈর থানায় অপহরণ মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে স্থানীয় ইয়াকুব শেখের বাড়ির ভাড়াটিয়া শামীম হোসেনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয় । পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার রাত ৩টায় অভিযান চালিয়ে চান্দরা এলাকার ইয়াকুব শেখের বাড়ীর সেফটি ট্যাঙ্কি থেকে তার গলিত লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ।

ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ইয়াকুব শেখ ও তার ছেলে কামরুল শেখকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল অলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১