বাংলাদেশের খবর

আপডেট : ২৫ আগস্ট ২০১৯

বাল্যবিয়ের অপরাধে বরের বাবাকে ৬ মাসের কারাদণ্ড

বাল্যবিয়ে প্রতীকী ছবি


টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিয়ের দায়ে বরের বাবাকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার বিকেলে আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান এ দণ্ড দেন।

আদালত সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার কচুয়া গ্রামের আবুল হাসেমের (৫০) ছেলে দুলাল হোসেনের (২৫) সঙ্গে কালিয়া জয়ের পাড়া এলাকার আলেব মিয়ার মেয়ে ৭ম শ্রেণীর ছাত্রী আসমা আক্তারের (১৪) পারিবারিক ভাবেবিয়ে হয়। খবর পেয়ে রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান আদালত বসিয়ে বরের বাবা আবুল হাসেমকে ৬ মাসের কারাদণ্ড দেন।

এ বিষয়ে আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান বলেন, বাল্য বিয়ে হওয়ায় বিয়ের তিনদিন পরবরের বাবাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১