বাংলাদেশের খবর

আপডেট : ২৬ আগস্ট ২০১৯

রাণীনগরে মসজিদে চুরি করতে গিয়ে আটক, পুলিশে সোর্পদ


নওগাঁর রাণীনগরে মসজিদে ঢুকে চুরি করার সময় স্থানীয় জনতা রাকিবুল হাসান (১৯) নামে এক চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।

আজ রোববার রাতে উপজেলার ভাণ্ডারা গ্রামে এ ঘটনা ঘটে।

আটক রাকিবুল হাসান একই এলাকার ছোট আমগ্রামের আলমগীর হোসনেরে ছেলে।

কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মণ্ডল বলেন, রোববার দিনগত রাতে আটক রাকিবুলসহ কয়েকজন মিলে হরিপুর কালিতলা মন্দিরের দানবাক্স ভেঙ্গে দানের টাকা চুরি করে। এরপর পাশের ভাণ্ডারা গ্রামে জামে মসজিদের তালা ভেঙ্গে টাকা ও আসবাবপত্র চুরি করার সময় স্থানীয় লোকজন টের পেয়ে রাকিবুলকে আটক করে। এ সময় তার সাথে থাকা কয়েকজন পালিয়ে যায়। আটক রাকিবুলকে ইউনিয়ন পরিষদে দিলে রাণীনগর থানা পুলিশকে খবর দিয়ে পুলিশে সোর্পদ করা হয়েছে।

ভাণ্ডারা গ্রামের সাজ্জাদ হোসেন বলেন, গত এক মাস আগে মসজিদের ক্যাশ বাক্স ভেঙ্গে প্রায় ২৫-৩০ হাজার টাকা চুরি হয়ে যায়। তারপর থেকে চক্রটিকে ধরতে গ্রামের মানুষ সজাগ হয়ে ওঠে।

এ বিষয়ে রাণীনগর থানার ওসি জহুরুল হক বলেন, চোর সন্দেহে রাকিবুল নামে এক ছেলেকে স্থানীয়রা পুলিশে দিয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১