বাংলাদেশের খবর

আপডেট : ৩০ আগস্ট ২০১৯

মুন্সীগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ

গাড়ী ও পিস্তলসহ আটক ২

অপহরণকরী রণি তালুকদার (৩৯) ও রাসেল (৩৭)। ছবি : বাংলাদেশের খবর


মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে পালিয়ে যাওয়ার সময় গাড়ী ও পিস্তল সহ স্থানীয় জনতা ২ জনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। এসময় তাদের আরো ৩ সঙ্গী পালিয়ে যায়।

গতকাল বৃহস্পতিবার রাতে শ্রীনগর উপজেলার বাঘড়া বেপারী বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, রণি তালুকদার (৩৯) ও রাসেল (৩৭)।

রণি ও রাসেলের বাড়ি নারায়নগঞ্জের দেওভোগ এলাকার। রণির বাবার নাম সিরাজ আহমেদ ও রাসেলের বাবার নাম আবুবক্কর সিদ্দিক। পুলিশের দাবী উদ্ধার হওয়া পিস্তলটি একটি খেলনা পিস্তল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আলামিন বাজারের অথৈ স্বর্ণ শিল্পালয়ের মালিক বিশ্বজিৎ দোকান বন্ধ করে রিক্সাযোগে তার বাড়ি বাঘড়ার দিকে যচ্ছিল। বিশ্বজিতের রিক্সাটি বাঘড়া স্বরুপ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের কাছাকাছি পৌছলে মাইক্রোবাস নিয়ে ওৎ পেতে থাকা অপহরণকারীরা বিশ্বজিৎকে মাইক্রোবাসে তুলে নিয়ে ঢাকা-দোহার সড়কের দিকে রওনা হয়। দ্রত গতির মাইক্রোবাসটি আলামিন বাজারের মোড়ে এসে একটি সিএনজি অটোরিক্সা ও একটি ব্যাটারি চালিত রিক্সাকে ধাক্কা দিয়ে সামনে এগোতে চাইলে লোকজন ব্যারিকেট তৈরি করে। এসময় মাইক্রোবাসটি পেছন দিকে মোড় নিলে স্থানীয়রা মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে। পরে মাইক্রোবাসটি বাঘড়া বেপারী বাড়ীর সামনে এসে আরেকটি ব্যারিকেটের সামনে পরলে ৫ জনের মধ্যে ৩ অপহরণকারী পলিয়ে যায়। এসময় স্থানীয়রা মাইক্রোবাস ও পিস্তল সহ রনি ও রাসেল নামে ২ অপহরণকারীকে আটক করে। শ্রীনগর থানা পুলিশ ও র‌্যাব-১১ এর ভাগ্যকূল ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌছে প্রায় হাজার মানুষের মারমুখি জনতার হাত থেকে অপরহণকারীদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) হেলালউদ্দিন জানান, মাইক্রোবাসটি কামারগাও এলাকার পারভেজের কাছ থেকে সুমন নামে এক চালক ভাড়া নিয়েছিল। উদ্ধার হওয়া পিস্তলটি খেলনা পিস্তল। আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। এই ঘটনায় শ্রীনগর থানায় মামলা দায়েরের প্রস্থতি চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১