বাংলাদেশের খবর

আপডেট : ৩১ আগস্ট ২০১৯

শূন্যতায় পূর্ণতা প্রচার আজ


আজ শনিবার রাত ৯টায় এটিএন বাংলায় প্রচারিত হবে একক নাটক ‘শূন্যতায় পূর্ণতা’। আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন করেছেন তুষার খান। এতে অভিনয় করেছেন সজল, চাঁদনী ও আজমেরী আশা।

নাটকটির গল্পে দেখা যাবে, দিঘি তার বয়সের চেয়ে ২০ বছরের বড় আনান চৌধুরীকে ভালোবাসে। দিঘির পরিবারে অসুস্থ বাবা। ক্যানসার রোগী। আনানের পরিবারে পঙ্গু স্ত্রী পৃথা। দিঘি আনানকে এক দিন এসে জানায় সে মা হতে চলেছে। শুনে আনানের খুশির যেন শেষ থাকে না। সিদ্ধান্ত নেয় তারা  বিয়ে করবে।

কিন্তু দিঘির শর্ত সে পরিবারের অমতে বিয়ে করবে না। আনান এসে তার স্ত্রীকে জানায় সে দ্বিতীয় বিয়ে করবে। শুনে চমকে ওঠে। আনান ড্রামা করে পৃথার সঙ্গে তার মাতৃত্ব নিয়ে। ড্রামা করে তার পঙ্গুত্ব নিয়ে। সে নিঃসন্তান হয়ে বেঁচে থাকতে চায় না, চায় বাবা হতে, তার বংশে প্রদীপ জ্বালাতে। এমনই ত্রিমুখী ড্রামা নিয়ে নাটক শূন্যতায় পূর্ণতা।

নাটক প্রসঙ্গে বলতে গিয়ে সজল বলেন, একেবারেই ভিন্ন গল্পের চিত্রায়ণ হয়েছে। আমার মনে হয় একঘেয়ে গল্প দেখতে দেখতে যারা ক্লান্ত, তাদের এ নাটক দেখে ভালো লাগবে।

একই আশাবাদ ব্যক্ত করেছেন চাঁদনী। তিনি বলেন, উপভোগ্য গল্পের নাটক। আমার মনে হয় দর্শক পছন্দ করবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১