বাংলাদেশের খবর

আপডেট : ৩১ আগস্ট ২০১৯

শ্রীপুরে মাদরাসা শিক্ষার্থীকে অপহরণ

শিক্ষার্থীকে অপহরণ প্রতীকী ছবি


গাজীপুরের শ্রীপুরে এক মাদরাসা শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের অভিযোগ রয়েছে। বখাটের উৎপাতে ওই শিক্ষার্থীর (১৬) পড়াশোনা বন্ধ করেও শেষ রক্ষা হয়নি। নানার বাড়ি থেকে ফেরার পথে তাকে অপহরণ করা হয়।

গতকাল শুক্রবার রাতে মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীর বাড়ি বরমী ইউনিয়নের বরকুল গ্রামে। সে স্থানীয় একটি কওমি মাদরাসার শিক্ষার্থী।

অপহরণের শিকার শিক্ষার্থীরা স্বজনরা জানান, কয়েক মাস ধরেই বরকুল পূর্বপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে মোহাম্মদ সৌরভ (২০) শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া আসার সময় উত্যক্ত করত। এ নিয়ে বারন করলেও কোনো প্রতিকার হয়নি। এতে সৌরভ আরো বেশি ক্ষিপ্ত হয়। এক সপ্তাহ আগেও শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় আবারো উত্যক্ত করে সৌরভ। পরে এ বিষুট সৌরভের পরিবারকে জানানো হয়। এতে সৌরভের স্বজনেরা বিচার না করে মেয়ের বাড়ির লোকজনকে গালিগালাজ করে। পরে অসহায় হয়ে শিক্ষার্থীকে (মেয়ে) নানার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

শুক্রবার মা তার মেয়েকে নানার বাড়ি থেকে নিয়ে বাড়িতে ফিরছিলেন। রাত ৮টায় মাওনা চৌরাস্তায় বাস থেকে নেমে রাস্তা পার হয়ে মেয়েকে আর দেখতে পাননি। তাৎক্ষণিক তিনি অন্য এক ব্যক্তির ফোন থেকে মেয়ের ফোনে যোগাযোগ করতে গেলে মোবাইটি বন্ধ পান। তিনি জানান, তার মেয়েকে সৌরভ অপহরণ করে থাকতে পারে বলে তার ধারণা। তিনি এ বিষয়ে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

শ্রীপুর মডেল থানার এসআই আশীষ কুমার দাস আজ শনিবার জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল গেছে। বিষয়টি তদন্ত করছি। আইনি প্রক্রিয়া চলমান আছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১