বাংলাদেশের খবর

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯

ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির লক্ষ্মীপেঁচা উদ্ধার


ঠাকুরগাঁও শহরের হলপাড়ায় অবস্থিত মনোয়ারা আনোয়ারা ম্যাটস ও নার্সিং ইন্সটিটিউটে বিলুপ্ত প্রজাতির একটি লক্ষ্মীপেঁচা উদ্ধার করেছে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

ইন্সটিটিউটের শিক্ষক এম এ ইসলাম আব্দুল্লাহ জানান, শনিবার উদ্ধারের পর তারা ঠাকুরগাঁও বন বিভাগের রেঞ্জ অফিসে ও প্রাণিসম্পদ অফিসে লক্ষ্মীপেঁচাটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। কিন্তু তারা কোনো আগ্রহ দেখায়নি বা কোনো লোকও পাঠায়নি।

পরে সংরক্ষণের জন্য সোনার বাংলা রিসোর্টের মালিক নারায়ণ চন্দ্র পালকে অনুরোধ করা হলে তিনি পেঁচাটি নিয়ে যান।

এ ব্যাপারে নারায়ণ চন্দ্র পাল জানান, তিনি ইন্সটিটিউট কর্তৃপক্ষের অনুরোধে পেঁচাটি নিয়ে এসেছেন। এটি যাতে সুস্থ থাকে তিনি সেদিকে খেয়াল রাখবেন।

ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মাজেদ জাহাঙ্গীর বলেন, এটি একটি বিলুপ্ত প্রজাতির লক্ষ্মীপেঁচা। এরা সাধারণত পাকা ভবনে বা পরিত্যক্ত কোনো কার্নিশে বাসা বানিয়ে ডিম পাড়ে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১