বাংলাদেশের খবর

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯

রাবির অধ্যাপক শাহনারা হোসেন আর নেই

অধ্যাপক শাহনারা হোসেন ছবি : বাংলাদেশের খবর


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শাহনারা হোসেন মারা গেছেন।

গতকাল  শনিবার রাত ৯টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

মরহুমা শাহনারা হোসেন রাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রবীন শিক্ষক অধ্যাপক ইমেরিটাস ড. এ বি এম হোসেনের সহধর্মিণী। তিনি রাজধানীর কলাবাগান এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

আজ রোববার কলাবাগান ডলফিন মসজিদে বাদ জোহর মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা। অধ্যাপক শাহনারা হোসেন ১৯৬০ সালে রাবির ইতিহাস বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘদিন শিক্ষকতা শেষে ২০০০ সালের ৩০ মে তিনি অবসর গ্রহণ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১