বাংলাদেশের খবর

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯

লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে মাদক ও অস্ত্রসহ আটক ১

র‌্যাবের হাতে আটককৃত জহির সর্দার ছবি : বাংলাদেশের খবর


লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পূর্ব দেনায়েতপুর গ্রাম থেকে ১০০ পিছ ইয়াবা ও একটি একনলা বন্দুকসহ জহির সর্দার নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

রোববার রোববার রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে  দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।  স্বরাষ্টমন্ত্রনালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী।

 জহির সর্দার একই এলাকার আবদুল করিম ব্যাপারী পুত্র ও পৌর শ্রমিকলীগ নেতা।

এ ব্যাপারে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের অধিনায়ক নরেশ চাকমা সাংবাদিকদের জানান, স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী মাদক ও ডাকাতি, খুনসহ ৭ পলাতক আসামী জহির সর্দার (৩২) তার নিজ বাড়ি থেকে রোববার রাতে আটক করা হয়।

এ দিকে র‌্যাব আরও জানায়, জহির র্সদার দীর্ঘ দিন থেকে এলাকায় মাদক ও অস্ত্র নিয়ে ডাকাতি, খুন, অপহরণ, চাঁদাবাজিসহ সাধারণ মানুষ কে জিন্মি করে আসছে।

তার অত্যাচারে মানুষ অতিষ্ট। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে র‌্যাব তাকে আটক করতে সক্ষম হয়। পরে তাকে রায়পুর থানা পুলিশের সহযোগীতায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলে জানায় র‌্যাব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১