বাংলাদেশের খবর

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯

নাশকতা মামলায় ফখরুলসহ ৮ নেতার জামিন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফাইল ছবি


নাশকতার অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ আট নেতার জামিন মঞ্জুর করেছে আদালত। আজ সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী ৫ হাজার টাকা মুচলেকায় আসামিদের জামিনের আদেশ দেন

আসামিপক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ এ তথ্য জানান।

জামিন পাওয়া অপর আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

আজ আসামিরা আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

জানা গেছে, এ মামলায় হাইকোর্ট আসামিদের চার্জশিট দাখিল পর্যন্ত জামিনের আদেশ দেয়। রাষ্ট্রপক্ষ এ আদেশের বিরুদ্ধে আপিল করে। 

এরপর আপিল বিভাগ তাদের দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের আদেশ দেয়। সে আদেশ মোতাবেক আসামিরা আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জামায়াত ও ছাত্রশিবিরের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে ফেরার পথে হাতিরঝিল থানাধীন মগবাজার রেলগেটে ৭০/৮০ জন রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।

ওই ঘটনায় পরদিন হাতিরঝিল থানার এসআই শরিফুল ইসলাম ৫৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১