বাংলাদেশের খবর

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯

৩৩৩রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অস্ট্রেলিয়ান পররাষ্ট মন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী মেরিস পেইন। ছবি : বাংলাদেশের খবর


কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী মেরিস পেইন। রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লক ঘুরে দেখেন। এসময় নির্যাতিত রোহিঙ্গা নারী ও পুরুষদের সাথে খোলামেলা আলাপ করেন।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী চারটি ক্যাম্প পরিদর্শন করেন।বুধবার সকাল নয়টা থেকে বিকাল তিনটা পযর্ন্ত ক্যাম্পে অবস্থান করেন। অস্ট্রেলিয়া সরকারের পরিচালনাধীন বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন।

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প সতের ও আঠারো।এছাড়া উখিয়ার কুতুপালং ও মুধুর ছড়া ক্যাম্পে যান পররাষ্ট্র মন্ত্রী।

৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২টায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী কক্সবাজার বিমান বন্দরে পৌঁছেন। সেখান থেকে তিনি শহরের একটি তারকা হোটেলে অবস্থান করেন।

অস্ট্রেলিয়া সরকারের অনুদানে পরিচালিত বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শন করেন পররাষ্ট্রমন্ত্রী পেইন।

বুধবার বিকালেই তিনি ঢ়াকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।প্রসঙ্গত ৩দিনের সফরে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বাংলাদেশে এসেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১