বাংলাদেশের খবর

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯

বিরামপুরে ট্রেনের ভাঙ্গা লাইন

অল্পের জন্য রক্ষা পেল পঞ্চগড় এক্সপ্রেস


অল্পের জন্য রক্ষা পেল ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ৭৯৩ আপ ট্রেনটি। বিরামপুর স্টেশনের অদূরে রেললাইনের সংযোগস্থলে প্রায় ২ফিট ভেঙ্গে যাওয়ায় এই বড় দূর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়। পরে, সেই রেলের ভাঙ্গা লাইন সাময়িক মেরামতের প্রায় দুই ঘন্টা পর এই লাইনে ট্রেন চলাচল শুরু হয়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় দিনাজপুরের বিরামপুর রেল স্টেশনের উত্তরে মৌপুকুর গুচ্ছগ্রামের পাশে রেল লাইনের সংযোগস্থল ভাঙ্গা দেখে জনৈক পথচারী বিরামপুর রেলস্টেশনে সংবাদ দেন।

বিরামপুর রেল স্টেশন মাষ্টার আব্দুল্লাহ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ৭৯৩ আপ নন-স্টপেজ ট্রেনটি বিরামপুর অতিক্রম করে ঐ রেল লাইন দিয়ে যাওয়ার কথা ছিল। খবর পেয়ে স্টেশন মাষ্টার তাৎক্ষনিক ভাবে পঞ্চগড় এক্সপ্রেসকে বিরামপুর রেল স্টেশনে থামিয়ে দেন এবং রেল খালাসী দিয়ে দ্রুত লাইন মেরামতের জন্য পাঠান।

তিনি আরো বলেন, প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে খালাসীরা ভাঙ্গা লাইন সাময়িক মেরামত করলে সকাল ৯টা ১০ মিনিটে পঞ্চগড় এক্সপ্রেস বিরামপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়।

বিরামপুর স্টেশনের রেল খালাসীর প্রধান (রেলম্যাড) সেকেন্দার আলী জানান, ভাঙ্গা রেল লাইন সরিয়ে সেখানে নতুন লাইন প্রতিস্থাপন করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১