বাংলাদেশের খবর

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯

কুমিল্লায় অবসরের পাঁচ বছরেও পাওনা থেকে বঞ্চিত

চান্দিনায় বকেয়া বেতন ও অবসর ভাতা পাওয়ার ন্যায্য দাবীতে শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীদের সংবাদ সম্মেলন ছবি : বাংলাদেশের খবর


দীর্ঘ ৪০ বছরের কর্মজীবন থেকে অবসর গ্রহণ করার পাঁচ বছরেও ন্যায্য পাওনা থেকে বঞ্চিত কুমিল্লার হাবিবুর রহমান টেক্সটাইল মিলস লি: এর দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক।

আজ শনিবার কুমিল্লার চান্দিনা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মকর্তা ও শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা পরিশোধের দাবি জানান।

এসময় তারা লিখিত বক্তব্যে বলেন- ২০১৪ সালের পর থেকে যে সকল শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা অবসর গেছেন তাদের বকেয়া বেতন ও অবসর ভাতা পরিশোধ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদের মধ্যে ১২৫জন শ্রমিক, ৩৩জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। আমাদের পাওনা পরিশোধ না করে জোর পূর্বক মিলের কোয়ার্টার থেকে আমাদের বের করে দেওয়া হয়। বর্তমানে মিল মালিক পক্ষ ফোন রিসিভ করেন না। সাক্ষাতের চেষ্টা করলেও অনুমতি দেওয়া হয় না। পরিবার-পরিজন নিয়ে মানবেতন জীবন-যাপন করছি। অবিলম্বে তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

মিলের অবসর প্রাপ্ত ব্যবস্থাপক (প্রশাসন) মজিবুল হক খন্দকার বলেন, ১৯৭৫ সাল থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৪৩ বছর চাকুরি করি। চাকুরি থেকে অবসর গ্রহণ করার পর আমার বকেয়া বেতন ও অবসরকালীন ভাতা আদায়ে ব্যর্থ হয়েছি। বর্তমানে মিল কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগের সুযোগও দিচ্ছে না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১