বাংলাদেশের খবর

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯

মিঠাপুকুরে শিক্ষার্থীদের মেধা বিকাশে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা


রংপুরের মিঠাপুকুর উপজেলায় শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে “উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার পাগলারহাট মঞ্জুশ্রী উচ্চ বিদ্যালয়ে আরডিআরএস-বাংলাদেশ এর আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ)এর সহযোগিতায় এ প্রতিযোগিতায় অংশ নেয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা।

উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও দাতা সদস্য প্রবীর কুমার মজুমদার ও সহকারী শিক্ষক রেজাউল করিমের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ এর রিজিওনাল ম্যানেজার এম.এ মজিদ, একাউন্ট ম্যানেজার শাহীন আলম, প্রজেক্ট ফ্যাসিলেটর মণিন্দ্র নাথ, প্রতিষ্ঠানের প্রধান সঞ্জয় কুমার সরকার প্রমুখ।

উপস্থিত বক্তৃতায় নারী নির্যাতন, বাল্যবিয়ে, ইভটিজিং,কিশোর-কিশোরীদের সমস্যা,ধর্ষণ, মাদকসহ নানাবিধ বিষয়ে শিক্ষার্থীরা উপস্থিত বক্তব্য দেন।

পরে বিচারকের বিবেচনায় বিজয়ী প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের বই পুরষ্কার দেওয়া হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১