বাংলাদেশের খবর

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯

কিশোর গ্যাং: পিরোজপুরে পুলিশ অভিযানে আটক ১৯০ কিশোর

কিশোর গ্যাং ঠেকাতে পিরোজপুরে পুলিশের অভিযান ছবি: বাংলাদেশের খবর


কিশোর গ্যাং ও গ্যাং লিডার রোধে পিরোজপুর জেলা পুলিশ গত দুইদিনে জেলার সাত উপজেলায় অভিযান চালিয়ে ১৯০ জন কিশোরকে আটক করেছে।

জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নেতৃত্বে জেলার সকল থানায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পিরোজপুরর সদর হতে ৩০ জন, নাজিরপুর থেকে ৩৯ জন, ভাণ্ডারিয়া থেকে ২৭ জন, মঠবাড়ীয়া থেকে ১৭ জন, ইন্দুরকানী থেকে ২৯ জন, কাউখালী থেকে ৮ জন এবং নেছারাবাদ থেকে ৪০ জন, স্কুল ও কলেজ পড়ুয়াসহ মোট ১৯০ জনকে আটক করে। পরে শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে এনে মুচলেকার মাধ্যমে রাতেই থানা থেকে ছেড়ে দেয়া হয়।

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমাদ মাঈনুল হাসান, অফিসার ইনচার্জ সদর থানা, ওসি ডিবিসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১